গত ৩ জুলাই, বিশ্বসাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক ফ্রান্‌ৎস কাফকার জন্মদিন ছিল। মাত্র চল্লিশ বছরের জীবনে তিনি রচনা করেন 'দ্য মেটামরফোসিস', 'দ্য ট্রায়াল', 'দ্য কাসল' এর মত অসামান্য কিছু কাজ।
কাফকার রচনায় আমরা পাই বিচ্ছিন্নতাবোধ, মানুষের ওপর ক্ষমতাধরের শারীরিক এবং মানসিক নিষ্ঠুরতা, জাদু-বাস্তবতা, মানবজীবনে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ। নিজের অজান্তেই ফ্রান্‌ৎস কাফকা জন্ম দেন সাহিত্যের এক নতুন ধারা ‘Kafkaesque’। আপাত-অর্থহীন কিছু রচনা মনে হলেও বিশ্বসাহিত্যের শত শত লেখককে প্রভাবিত করেছেন কাফকা। তাঁর 'দ্য মেটামরফোসিস' উপন্যাসিকার প্রথম লাইনকে পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একটি লাইন হিসেবে গণ্য করা হয়।
“এক সকালে ঘুম থেকে উঠে গ্রেগর সামসা দেখলো – সে পোঁকা হয়ে গেছে!”
এই একটি লাইন পড়েই নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আন্দোলিত হয়েছিলেন। ভেবেছিলেন কী সাবলীলভাবে একজন মানুষের শারীরিক রূপান্তরের খোলসে সামাজিক রূপান্তরের কথা বলে গেলেন কাফকা!
১৮৮৩ সালের ৩ জুলাই জন্ম নেয়া ফ্রান্‌ৎস কাফকাকে বুটেক্স সাহিত্য সংসদ এর পক্ষ থেকে জানাই বিলম্বিত শুভ জন্মদিন।
Franz Kafka Poster
Published:

Owner

Franz Kafka Poster

Published: