আজ ১০ই আগস্ট একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান এর শততম জন্মদিন।
এস এম সুলতানের ডাকনাম ছিল লাল মিয়া। গ্রামীণ প্রেক্ষাপটের শ্রেণি-দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির ক্রূর বাস্তবতা উঠে এসেছে লাল মিয়ার সৃষ্টি হিসেবে। তিনি পরম মমতায় এঁকেছেন বাংলার মাঠ, ফসলের খেত, গাঁয়ের বধূ এবং বলিষ্ঠ কৃষকের ছবি। তাঁর আঁকা চিত্রকর্মে তিনি রুগ্ন চেহারার, মেদহীন শীর্ণকায় প্রতিকৃতির কৃষকদের এঁকেছেন বলিষ্ঠ, পেশিবহুল হিসেবে। এর জবাবে শিল্পী বলেন, “আমাদের দেশের মানুষ তো অনেক রুগ্ন, কৃষকায়। একেবারে কৃষক যে সেও খুব রোগা, তার গরু দুটো, বলদ দুটো -সেটাও রোগা…। [আমার ছবিতে তাদের বলিষ্ঠ হওয়াটা] মনের ব্যাপার। মন থেকে ওদের যেমনভাবে আমি ভালোবাসি যে আমাদের দেশের কৃষক সম্প্রদায়ইতো ব্রিটিশ সাম্রাজ্য গড়েছিলো। অর্থবিত্ত ওরাই তো যোগান দেয়। …আর এই যত জমিদার রাজা মজারাজা আমাদের দেশের কম কেউ না। সবাই তো কৃষিনির্ভর একই জাতির ছেলে। আমার অতিকায় ছবিগুলোর কৃষকের অতিকায় অতিকায় দেহটা এই প্রশ্নই জাগায় যে, ওরা কৃশ কেন? ওরা রু্গ্ন কেন- যারা আমাদের অন্ন যোগায়। ফসল ফলায়।”
বাংলার মাটি ও মানুষের শিল্পী 'লাল মিয়া'র জন্মদিনে শিল্পীর প্রতি বুটেক্স সাহিত্য সংসদ-র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।
S M Sultan Poster
Published:

Owner

S M Sultan Poster

Published: