Reaz Hossain's profile

About IELTS Listening Test


About IELTS Listening Test:

সাধারণত IELTS test , Listening পরীক্ষা দিয়েই শুরু হয়। সুতরাং আপনার প্রথম পরীক্ষা Listening test যদি ভালো হয়, তাহলে অন্য মডিউল গুলোতে ভালো করার জন্য আপনার কনফিডেন্স বেড়ে যাবে। তাই অন্য Testগুলোতে ভালো করার জন্য এই Testটি ভালো করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

MODULE -1:
আজকের আর্টিকেলটির মধ্যে যা যা থাকছে-
1.IELTS Listening Test  কি?
2,IELTS listening test চারটি Part কিভাবে নেওয়া হয়?
3.IELTS listening test এ প্রশ্নের ধরন কেমন হতে পারে?,
4.IELTS listening test এর জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিবেন?,
5.IELTS listening test এ ভালো করার জন্য কিছু স্পেশাল টিপসঃ
6.আপনি IELTS listening test এ কত নাম্বার পেলে Band score কত পাবেন তা ছক আকারে দেওয়া হলো.

IELTS Listening Test টি আপনার শুনার দক্ষতা কতটুকু সেটা মূল্যায়ন করার জন্য নেওয়া হয়ে থাকে। এই মডিউলের Academic এবং General IELTS এর জন্য একইরকম হয়ে থাকে। Listening moduleটির জন্য মোট সময় ৪০মিনিট। পপরীক্ষার জন্য ৩০মিনিট এবং উত্তরপত্রে আপনার উত্তর স্থানান্তরের জন্য ১০মিনিট।Listening মডিউলে ৪০টি প্রশ্ন ৪টি সেকশনে ভাগ করে নেওয়া হয়। প্রত্যেক সেকশনে ১০টি করে প্রশ্ন নেওয়া হয়।
প্রত্যেকটি প্রশ্নের মান ১। IELTS Listening Test অন্য মডিউল থেকে কিছুটা সহজ এবং আপনার প্রিপারেশন লেভেল টা যদি ভালো হয়, তাহলে আপনি খুব সহজেই ৩০-৩৫টা প্রশ্নের উত্তর দিতে পারবেন।তার সাথে সাথে আপনি Band Score ৭-৮ অর্জন করতে পারবেন। ৪টি পার্ট এর মধ্যে প্রথম পার্ট টি ২য় পার্ট থেকে কিছুটা সহজ হয়। তেমনি ২য় পার্ট থেকে ৩য় এবং ৩য় পার্ট থেকে ৪র্থ কিছুটা কঠিন হয়।অর্থাৎ একটা Part থেকে ক্রমান্বয়ে অন্য একটা Part কিছুটা Hard হতে থাকে।তাই আপনাকে প্রতিটি Part সমান গুরুত্ব সহকারে পড়তে হবে।মনে রাখবেন, প্রতিটি Part আপনাকে একবার ই শুনতে দেওয়া হবে। তাই মনোযোগ সহকারে শোনার সাথে সাথেই উত্তরটি আপনার প্রশ্নপত্রে তুলে রাখবেন।সর্বশেষ ১০ মিনিট তো আছেই উত্তরগুলো উত্তরপত্রে স্থানান্তর করার জন্য।

1.প্রশ্নঃ IELTS listening test চারটি মডিউলের প্রশ্নের ধরন কেমন?

উত্তরঃ 
PART -1: IELTS listening test এর Part -1 এ দুইজন লোকের মধ্যে কথোপকথন হবে। Part -1 এর জন্য ৩-৭ মিনিটের একটি অডিও ক্লিপ দেওয়া থাকবে। Part -1 এর টপিক কিছুটা সহজ হয়। টপিকস গুলো হতে পারে হোটেল বুকিং,  নতুন একটা প্রোজেক্ট নিয়ে উপদেশ,  কিভাবে Varsity তে ভর্তি হবেন  এইরকম সাধারণ বিষয় নিয়ে Part- 1 এ টেস্ট টি নেওয়া হয়।

PART -2: IELTS listening test part- 2 এ একজন লোক কথা বলবে যেকোনো একটি টপিক নিয়ে।Part -2 এ নতুন একটি বিজ্ঞাপন সম্পর্কে অথবা নতুন নির্মিত  ফ্ল্যাটগুলো সম্পর্কে ক্রেতাদের জন্য সম্ভাব্য তথ্য দিয়ে।

PART -3: Part -3 এ ২,৩ বা ৪ জনের কথা আপনি মনোযোগ দিয়ে শুনে প্রশ্নের উত্তর লিখতে হবে। Part -3,  Part -1 এবং Part -2 থেকে কিছুটা কঠিন। এই Part এ স্পিকার রা দ্রুত গতিতে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং কিছুটা Advanced Vocabulary ব্যবহার করবে। Part -3 এ টপিক হতে পারে এটা যে, শিক্ষার্থীরা Assignment নিয়ে কথা বলছে এবং অধ্যাপকের একাডেমিক বক্তৃতা নিয়ে কথা বলছে।

PART -4: IELTS listening test এ Part - 4 হলো সবচেয়ে কঠিন বিভাগ। এই Part এ স্পিকার আরো দ্রুত কথা বলবে এবং বিভিন্ন ধরনের Vocabulary ব্যবহার করবে।Part -4 এ একজন লোক কথা বলবে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে (যেমনঃ বিজ্ঞানী,  নোবেল বিজয়ী) অথবা গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি টপিক নিয়ে আলোচনা করবে।
**উল্লেখ্য যে, প্রতিটি বিভাগ শুরুর আগে প্রশ্নগুলো অধ্যয়ন করার জন্য ৩০সেকেন্ড সময় দেওয়া হবে।

2.প্রশ্নঃ IELTS listening test এ প্রশ্নের ধরন কেমন হতে পারে?

উত্তরঃ IELTS listening test এ প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ
1.Multiple Choice Question ( বহুনির্বাচনী প্রশ্ন)।
2.Short Answers Questions (সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন)।
3.Sentence Completion (বাক্য শেষ করা)।
4.Notes, Summary, Plan, Diagram,  Table or Chart Completion( নোটস, সারাংশ,  পরিকল্পনা,  ডায়াগ্রাম, টেবিল বা চার্ট)।
5. Labelling a diagram which has numbered parts ( একটি ডায়াগ্রাম লেবেলিং, যার অংশযুক্ত সংখ্যা রয়েছে )।
6.Classification (শ্রেনিবিন্যাস)।
7.Matching (মিলকরণ )।

3.প্রশ্নঃIELTS listening test এর জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিবেন?

উত্তরঃ IELTS listening test এ সাধারণত  British অথবা American এর অডিও ক্লিপ দেওয়া হয়। তাই সর্বপ্রথমে আপনি ব্রিটিশ এবং আমেরিকান টিভি প্রোগ্রাম,  নিউজ এবং ইউটিউব ভিডিও প্রচুর পরিমাণে শুনতে হবে।
আমি মনে করি, একমাত্র Hardworking - ই আপনাকে সফলতা এনে দিতে পারবে।তার জন্য দরকার ধৈর্য, চেষ্টা, আত্নবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। তাই আমার সাজেশন হলো আপনারা বেশি বেশি প্র‍্যাকটিস করবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিছু রিসোর্স শেয়ার করছি। আপনারা এই রিসোর্স গুলো Follow  করলে ভালো কিছু Achieve করতে পারবেন বলে আমি আশাবাদী।
1.TED talks.
2.BBC Radio.
3.Listen and watch from the British council.
4.ABC news.
5.This i believe from NPR.
6.Collins listening for IELTS (Ebook & Audio).
তাছাড়া আপনি প্রস্তুতি নেওয়ার সাথে সাথে প্র‍্যাকটিস করতে পারেন।
Website :ielts-up.com.
Youtube :  The IELTS listening test , crack IELTS with Rob.
আপনি উপরোক্ত দেওয়া এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এক্সাম দিয়ে আপনার দক্ষতা যাচাই করতে পারেন। ওয়েবসাইট টিতে সম্পূর্ণ ব্রিটিশ কাউন্সিলের মতো করে এক্সাম সিস্টেম দেওয়া রয়েছে।আমি আশাবাদী আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন।

4.IELTS listening test এ ভালো করার জন্য কিছু স্পেশাল টিপসঃ

1.Read the questions carefully ( প্রত্যেকটি সেকশনের অডিও চালু হওয়ার আগে কিছুটা সময় থাকে, সেই সময়ে Question গুলো চোখ বুলিয়ে নিতে পারেন)।

2.Think about the topic and possible answers (আপনি লিসিনিং এ প্রত্যেকটি সেকশনে যখন যাচ্ছেন তখন প্রত্যেকটি সেকশনের উপরে দেখবেন, সেকশনটির একটি টাইটেল দেওয়া আছে সেই টাইটেল দেখেই বুঝার চেস্টা করুন কথোপকথনটি কি বিষয়ে হতে পারে )।

3.Listen and write ( শোনার সাথে সাথেই লেখার অভ্যাস তৈরি করতে হবে)।Get used to British English (BBC) (যেমন: lorry-British vs. truck-American).

4.Prediction (what is the answer going to be- travel on———–bus/train) (কি ধরনের উত্তর হতে পারে তা অনুমান করার অভ্যাস থাকতে হবে, যেমন কোথাও ভ্রমন করছে বাক্য থাকলে বুঝতে হবে যে বাস বা ট্রেন অথবা কোন যানবাহন হতে পারে)।

5.Follow instruction ( আমাদেরকে যে শীটটি দেওয়া হবে সেখানে প্রত্যেকটি সেকশনের উপওে কিছু ইন্সট্রাকশন দেওয়া থাকে সেগুলো ভাল কওে পড়তে হবে, যেমন লেখা থাকে- Write no more than three words.

6.Singular vs. plural  আসলে লিসিনিং এর সময় খুবেই সতর্ক থাকতে যেন শব্দটি কি Singular না plural ( যেমন- Cat vs. cats).

7.Be aware of changes– বাক্য শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কারন অনেক সময় দেখা যায় শেষে sorry বলে নতুন আরেকটি বলছে ।( যেমন- It’s 2078. No I am sorry. It’s 4078).

8.Listen to groups of numbers– phone numbers ( আমি যতগুলো লিসিনিং প্যাকটিস করেছি তার প্রায় সবগুলোতে একটি প্রশ্ন ছিল যে, আপনার ফোন নাম্বারটি বলুন তাই ০ থেকে ৯ সংখ্যাগুলোর উচ্চারণ প্যাকটিস করুন ।

9.Handwriting must be clear (হাতের লেখা অবশ্যই ক্লিয়ার হতে হবে। ছোট বেলায় বাবার কাছে যে রকম চিঠি লিখতাম( প্রথমেই আমার সালাম/নমস্কার নিবেন, পর সমাচার এই যে, ….) বাবা যদি লেখা পড়ে না বুঝে তখন যেমন টাকা পাঠানো বন্ধ করে দিত ঠিক সেই রকম আপনার লেখা পড়ে যদি পরীক্ষক না বুঝে তাহলে উত্তর সঠিক হলেও কিন্তু নাম্বার পাবেন না ।

10.13 vs. 30 ( এ ধরনের নাম্বারগুলো খুবেই মনোযোগ সহকারে শুনতে হবে–( 13 longer vs. 30 shorter)

11.Answers format: উত্তর লেখার সময় যে সময় যে সমস্যাটি হয় তা হলো Letter গুলো কি সব Small letter হবে নাকি প্রথম Letter শুধু Capital letter হবে । এই সমস্যা দূর করার জন্য উত্তরগুলো সব CAPITAL LETTER ব্যবহার করুন।(USE ALL CAPITAL)

12.Positive Mindset আপনি এতগুলো টিপস জানেন ব্যাপারটাই আলাদা । সবচেয়ে ভাল স্কোর তো আপনিই করবেন। অর্থাৎ নিজের মাঝে আত্মবিশ্বাস গড়ে তুলুন ।

5.আপনি IELTS listening test এ কত নাম্বার পেলে Band score কত পাবেন তা ছক আকারে দেওয়া হলোঃ
Raw score
(out of 40)

39-40 -(9 )
37-38 -  (8.5)
35-36- ( 8)
32-34 - (7.5)
30-31 - (7)
26-29- (6.5)
23-25 -(6)
18-22 -(5.5)
16-17 -(5)
13-15  -(4.5)
10-12 -(4)
8-10 -(3.5 )
6- 7-(3 )
4-5- (2.5)
আপনি আমাদের IELTS  নিয়ে যত প্রশ্ন  Part-1 দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন
About IELTS Listening Test
Published:

About IELTS Listening Test

Published:

Creative Fields