Jabed Mahmud's profile

Click Social Media Ad

মার্টফোন বা ট্যাবের জগতে বন্দী না হোক শিশুর দুরন্ত শৈশব। শিশুর জন্য মেলে দিন উদার আকাশ, শিশুকে দিন খেলার মাঠের অবাধ দুরন্তপনা।
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
চলে গেলেন আলোর ফেরিওয়ালা, বাংলাদেশের রাজশাহী জেলার ২০টি গ্রামজুড়ে যিনি গড়ে তুলেছিলেন এক অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই কাঁধে ঝোলা ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন। সেই মানুষটিই আজ অনন্ত আলোর পথে পাড়ি দিলেন।
পৃথিবী আলোকিত থাকুক ভালোবাসার আলোয়। প্রাণে প্রাণে ছড়িয়ে যাক ভালোবাসার আলো।
ক্লিকের পক্ষ থেকে সবাইকে জানাই বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
শুরু হল বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বইয়ের আলোয় খুলে যাক মানুষের অন্তর্লোকের সকল বদ্ধ দুয়ার। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের অন্তর।
অকালে চলে গেলেন দেশবরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। রেখে গেলেন অসংখ্য কালজয়ী গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের অকাল প্রয়াণে ক্লিক পরিবার জানায় শোক এবং শ্রদ্ধা।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য আজকের দিনটি অবিস্মরণীয়। কোন পেসার ছাড়াই মাঠে নেমে শুধুমাত্র ঘূর্ণন জাদু দিয়ে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম বারের মত ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের এই অভূতপূর্ব সাফল্যে ক্লিক পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
তাঁর বিশেষত্ব বর্ণনার জন্য কোনো বিশেষণের প্রয়োজন নেই। তিনি অকালে চলে গেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তাঁর কালজয়ী সৃষ্টি গুলো । আজ নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জন্মদিন।
কিংবদন্তি হুমায়ূন আহমেদের প্রতি রইল ক্লিকের শ্রদ্ধাঞ্জলি।
মিরপুরে টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানে হারিয়ে এক অবিস্মরণীয় বিজয়গাথা রচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই অভূতপূর্ব ঘুরে দাঁড়ানো , অসাধারণ সব কীর্তি রচনা জাতি হিসেবে আমাদেরকে করেছে গর্বিত।
বাংলাদেশ ক্রিকেট দলের অসামান্য অর্জনে ক্লিক জানায় অফুরান অভিনন্দন।
চলে গেলেন আইয়ুব বাচ্চু, প্রয়াণ হল বাংলাদেশের সংগীতাকাশের এক নক্ষত্রের।
যার গিটারের সুরে মুখরিত হত লাখো প্রাণ, যার কণ্ঠের জাদুতে মুগ্ধ হত আবাল-বৃদ্ধ-বণিতা থেকে শুরু করে সবাই, আজ সেই মহাতারকার বিদায় আমরা জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা।
জীবনের বাঁকে শ্রমের তরীর মাঝি হিসেবে আমরা তরীকে তার গন্তব্যে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি দিন রাত, ব্যক্তিবিশেষে আমাদের কাজ হয়তো ভিন্ন কিন্তু লক্ষ্য অভিন্ন; নিজেকে একটু ভালো রাখা- দেশের অগ্রগতিতে অবদান রাখা। আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে পৃথিবীর সকল মেহনতি শ্রমজীবী মানুষকে জানাই বিনম্র শ্রদ্ধা
International labour Day
হয়তো প্রতিটি জানালায় ছিল এক একটি হাসি মুখ
রয়েল বেঙ্গল টাইগার আমাদের গর্ব। এই বাঘের পরিচয়েই আমরা পরিচিত হতে ভালোবাসি। অথচ দেশি- বিদেশী সংস্থার জরিপ অনুসারে গত বিয়াল্লিশ বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা নেমে এসেছে এক তৃতীয়াংশে। রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবনের উপর নানা ধরনের মনুষ্যসৃষ্ট ক্ষতিকর প্রভাব বাঘের সংখ্যা কমে আসার জন্য মূলত দায়ী।
আমাদের গর্ব আর সাহসের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারকে বিলুপ্তি থেকে রক্ষার দায় আমাদের উপরেই বর্তায়।
আসুন সুন্দরবনকে বাঁচাই। বাঘ রক্ষা করি।
প্রকৃতি বাঁচলে তার সন্তানও বাঁচবে।
পৃথিবীর চার্জ ফুরিয়ে আসছে। এর জন্য দায়ী আমরা। পরিবেশকে দুষণের দিকে ঠেলে দিয়েছি, যথেচ্ছভাবে ধ্বংস করেছি প্রকৃতি ও পরিবেশের উপাদানগুলোকে। আসুন, সতর্ক হই, সচেতন হই। পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাই । একটা বাসযোগ্য পৃথিবী রেখে যাই আগামী প্রজন্মের জন্য।
আসছে বৈশাখ আসছে আনন্দ।

বরাবরের মত এই বৈশাখেও আমরা আবারো মেতে উঠবো নতুন রঙে, পুরোনো জরা- গ্লানি ভুলে গিয়ে নতুনের আহবানে। সেলফি তুলবো, ফুড কোর্টে তর্কের ঝড় তুলবো। এত সব আয়োজনের ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কিছু ঐতিহ্য যা অনাবিল আনন্দ ছড়িয়ে দিত সবার মাঝে।

চলুন না ফিরে দেখি কিছু হারাতে বসা স্মৃতিকে, আমাদের ফেলে আসা শৈশবের কিছু আনন্দের উপলক্ষকে যা এখন নতুন প্রজন্মের কাছে শুধুই গল্প।

আপনাদের যা স্মৃতি আছে এই সকল বস্তু নিয়ে তা শেয়ার করুন আমাদের সাথে। আপনাদের স্মৃতির ডানায় চড়ে আমরা আবার ফিরে যেতে চাই শৈশবের সেই দিন গুলোতে।

ভোরের প্রথম আলোয় জ্বলে উঠেছিল স্বাধীনতার সূর্য সন্তানেরা।
পরাধীনতার অন্ধকার ভেঙে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্যকে।
মহান স্বাধীনতা দিবস অমর হোক ।
Liberation Day

কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত পণ্য
গুণগত মান থাকুক অক্ষুণ্ণ।
ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হোন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানুন।

World Consumer Day
প্রাকৃতিক দুর্যোগ, গণপিটুনি, চোরা শিকারিসহ নানা কারণে বাংলাদেশের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে! পৃথিবীর এমন অনেক প্রাণীই এখন বিলুপ্তপ্রায়। তাই আসুন পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে বন্য প্রাণীর আবাসস্থলকে সংরক্ষণ, প্রজনন প্রক্রিয়া ও প্রবৃদ্ধিকে নির্বিঘ্ন করে গড়ে তুলি।
World life Day
চায়ের কাপে ঝড় উঠছে, কথার খই ফুটছে, চুল চেরা বিশ্লেষণ চলছে , চলছে দোষারোপ পর্ব।
কিন্তু এত কথার ভিড়ে দায়িত্ব নেয়ার কথাটা কয়জন বলছি?
Click Social Media Ad
Published: