BREAK THE STEREOTYPE CAMPAIGN I'm Bengali (আমি বাঙালি)

"I'm Bengali - (আমি বাঙ্গালী)" campaign encouraged Bangladeshis to break regional stereotypes and be proud of their ancestral roots across. This campaign celeberated diversity and embraced patriotism. 
 
ছোটবেলায় মাথায় ক্রিকেট খেলার পোকা ঢুকেছিল চট্টগ্রামের রিফাত ভাইয়ের বিশাল এক ছক্কা দেখে। স্কুলের দিনগুলোতে দুষ্টুমিতে দোস্তি ছিল সিলেটের শুভর সঙ্গে। পাশের বাড়ির দীপ্তিদের নানাবাড়ি ছিল কুমিল্লাতে; ওর আম্মার মজার সব খাবারের স্বাদ এখনও মনে পড়ে। কলেজের কঠিন সব বিষয়ে পড়ুয়া যে বন্ধুটা হেল্প করতো, ওদের বাড়ি ছিল ময়মনসিংহ। বিশ্ববিদ্যালয়ে শরীফ স্যার সময় পেলেই শোনাতেন তার শৈশবে কাটানো বরিশালের নদীর গল্প। নোয়াখালীর এক বড়আপু ছিল, তার কাছ থেকে নেয়া গল্পের বইটা এখনও ফেরত দেয়া হয়নি। অফিসের খুব কাছের কলিগ মাহবুব ভাইতো প্রতিবছরই তাদের রাজশাহীর আম খাওয়ান। আর অফিস শেষে পুরান ঢাকার সালাম ভাইয়ের দোকানে আড্ডা যেন প্রতিদিনকার রুটিন। এরকম কতশত পরিচিত মানুষদের ঘিরে আমাদের জীবন। আমরা সবাই ভিন্ন ভিন্ন জেলার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন আঞ্চলিক ভাষার। প্রয়োজনে-অপ্রয়োজনে আমরাই থাকি আমাদের পাশে যখন তখন। আমরা সবাই আর সবার মতন, প্রত্যেকেই নিজেদের মত করে অন্য রকম।
 
আমাদের বাড়ি একটাই, অঞ্চল একটাই, দেশ-ও একটাই। আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা। আমরা সবাই বাঙালি। পুরোটা বাংলা-ই আমাদের দেশ। আমরা বাংলাদেশি।
 
‪#‎আমিবাঙালি‬
 

Planning your next digital campaign? Get in touch
 
Increase your brand's engagement in socal media? Get in touch
BREAK THE STEREOTYPE CAMPAIGN I'm Bengali (আমি বাঙালি)
Published:

Project Made For

BREAK THE STEREOTYPE CAMPAIGN I'm Bengali (আমি বাঙালি)

"I'm Bengali - (আমি বাঙ্গালী)" campaign encouraged Bangladeshis to break regional stereotypes and be proud of their ancestral roots across. This Read More

Published: