Ihtisham Ahmed's profile

Labour Day/ May Day Conceptual Work

ওরা না থাকলে?
আমাদের আশেপাশের এই মানুষগুলোর পরিশ্রমের কি আমরা সত্যিই যথার্থ মূল্যায়ন করছি?

তাদের কথা স্মরণ করেই আমাদের এই "ওরা না থাকলে?" সিরিজে আমরা এমন এক পৃথিবীর কথা চিন্তা করতে চেষ্টা করবো, যেখানে আমরা দেখবো এই মানুষগুলো না থাকলে ঠিক কতোটা কঠিন হতো আমাদের প্রতিদিনের পৃথিবী।

Visualization: ইহতিশাম আহমেদ
Copy & Storytelling: সাদিক শাহরিয়া
কষ্টের জমানো টাকায় নিজের স্বপ্নের বাড়ি বানাবেন। বাড়ি নিয়ে আপনার কতো কতো পরিকল্পনা। আজ আর্কিটেক্টের কাছে ছুটছেন তো কাল আবার সিভিল ইঞ্জিনিয়ার। 

তবে প্ল্যান যতো সুন্দরই হোক না কেন, বিচ্ছিন্ন সব ইটগুলোকে একসাথে জুড়ে আপনার স্বপ্নের বিল্ডিংটা বানাবে কিন্তু সেই মিস্ত্রিরাই। দিনশেষে যেন ভুলে না যাই তাদের অবদান।
এই তীব্র গরমে সারাদিন অফিস করে মাত্র বাসায় ফিরলেন। আপনাকে ততোক্ষণে রবি ঠাকুরের “ক্লান্তি আমায় ক্ষমা করো হে” পেয়ে বসেছে। 

ফ্যানটা ছেড়ে; সামনে থাকা চেয়ারটায় গা এলিয়ে দিতে গিয়েই হঠাৎ আবিষ্কার করলেন চেয়ারটার একটা পা ভাঙা। কি, নিজেকে ভীষণ অসহায় বোধ হবে না?

সেই অসহায় মুহুর্তে যে মানুষটিকে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সে হলো কাঠমিস্ত্রি বা কার্পেন্টার। 
অনেকদিন বাদে অবশেষে একটা ছুটির দিন পেলেন। পরিবারের সদস্যদের নিয়ে সুন্দর দিন কাটাবেন বলে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু এ কী, মাঝরাস্তায় গাড়ির চাকা যে পাংচার! এখন কী করবেন?

জনশূন্য সেই মাঝ রাস্তায় আপনার একমাত্র সেভিওর তখন নিকটস্থ কোনো এক মোটর মেকানিক। 

অবশেষে গাড়ি ঠিক হলো। গন্তব্যে পৌঁছালেন। পরিবারের সকলকে নিয়ে হই-হই করে দারুণ একটা দিনও কাটালেন। সুন্দর সেই দিনটার জন্য মোটর মেকানিক-কে একটা ধন্যবাদ দিবেন না? 
সকাল সাড়ে আটটা। জ্যাম এড়াতে কাওরান বাজারের ফুটপাত ধরে আপনি ছুটছেন। নয়টার পরে অফিসে ঢুকলেই অ্যাটেন্ডেন্সে লেট কাউন্ট। এমন সময়ই হঠাৎ পায়ের জুতা খানা বেঁকে বসে ছিঁড়ে গেলো। 

ঠিক সে সময়ে আপনি হন্যে হয়ে যাকে খুঁজবেন সে হলো মুচি। আচ্ছা একবার সত্য করে বলুন তো, এই মানুষগুলো সারাদিন তো আমাদের চারপাশেই থাকে। কিন্তু আলাদা করে চোখে পড়ে কখনো? পায়ের জুতাটা ছিঁড়ে গেলেই কেবল আমরা এই মানুষগুলোকে হন্যে হয়ে খুঁজতে শুরু করি। 
আপনার বাচ্চার স্কুলে পরীক্ষা শুরু সকাল ৯টা। এদিকে রাস্তায় একটাও রিকশার দেখা নাই। বাচ্চাকে নিয়ে পায়ে হেঁটে যেতে যেতে তো পরীক্ষাই শুরু হয়ে যাবে। এরকম মুহূর্তে কী ভয়ানক প্যানিকটাই না করবেন আপনি।
জন উডেন-এর একটা বিখ্যাত উক্তি আছে, “It’s the little details that are vital. Little things make big things happen.” 

সত্যিই তাই। দিনশেষে আমাদের পৃথিবীটা সুন্দরভাবে চলার পিছনে সবচেয়ে বড় অবদান এই মানুষগুলোর। চোখ বন্ধ করে শুধু একবার চিন্তা করে দেখুন, এই মানুষগুলো না থাকলে আমাদের জীবন ঠিক কতোটা কঠিন হয়ে উঠতো। 

প্রত্যেক পেশার প্রতিটি শ্রমজীবী মানুষ ভালো থাকুক। প্রত্যেকে একটা সুন্দর জীবন পাক। মে দিবসের এই দিনে প্রত্যেক শ্রমজীবী মানুষদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধা। 
Labour Day/ May Day Conceptual Work
Published:

Owner

Labour Day/ May Day Conceptual Work

Published: