SR Tabassum's profile

SELOPIA - PART 01

আমার করা ডিজাইনের  ৯৯.৯৯ ভাগ কাজই আমি কোথাও শেয়ার করি না। আমার দু বছর যাবৎ ডিজাইন জগতে আমি আমার খুব কম কাজেই সন্তুষ্ট হয়েছি। খুব কম মানে খুবই কম। 

কোনো client এর জন্য করা কাজ আজ অবধি শেয়ার করিনি । এমনকি এই দুই বছরে আমার portfolio তে মাত্র দুটো design. প্রতিদিন অনেক কাজ করলেও আমার করা ডিজাইনের progress খুবই নগণ্য। যাই হোক, মহান আল্লাহর রহমতে অনেক গুলো  client/company এর কাজ করেছি এই সল্প সময়ে । আলহামদুলিল্লাহ। 

গত বছর বঙ্গবন্ধুর জন্মদিনের banner বানিয়েছিলাম SELOPIA এর জন্য, আর গতকাল ও বানালাম। এই হিসেবে এক বছর পূর্ণ হলো SELOPIA এর সাথে পথচলা ! এবং এই চলার পথে রয়েছে হাজারো অনুভূতি, যে অনুভূতি গুলোকে অনুভব করতে আমি অনেক ভালবাসি।
আজকে এই ডিজাইনটা portfolio তে add করতে ইচ্ছে হলো, এই প্রথম বার কোনো client এর জন্য করা কাজ share করছি। 

আমি আমার নিজের কাজে যতই অসন্তুষ্ট থাকি নাহ কেন, কখনো দায়িত্বে অবহেলা করে কাজ করিনি। ১৪ মার্চ SELOPIA থেকে আমাকে কাজের details দেওয়া হলেও আমি কোনো notification পাইনি এবং সঠিক সময়ে কাজ জমা দিতে পারিনি। এই প্রথম বার মনে হলো আমার আরো দায়িত্বশীল হওয়া উচিত কাজের প্রতি। 

যাই হোক খুবই অল্প সময়ে এই banner টা বানালাম, design টা আহামরি কিছু নাহ হলেও এটা আমার design জগতের দায়িত্বহীনতার প্রতীক। 

আমি আমার সফলতা গুলোর সফলতার অনুভূতি যেমন ভালোবাসি ঠিক তেমনি আমার ব্যর্থতা গুলোর ব্যর্থতার অনুভূতিও ভালোবাসি। আচ্ছা একটা মানুষ কিভাবে বিপরীত অনুভূতিগুলো একই ভাবে ভালোবাসে? আমার জানা নেই, তবে ভালোবাসি। কিছু অনুভূতিকে ভালোবাসার কারন থাক না অজানা !

ভালো থাকুক অনুভূতি গুলো অনুভবে, এগিয়ে যাক SELOPIA ভালোবাসায়।
SELOPIA - PART 01
Published: