Aheli Mazumdar's profile

Disenthrall DENIAL

Disenthrall
(Denial)


A study on the inception stage of understanding, also denying the loss and grief.

One of my early works 
(2017-2023) 


অপলাপ

সারা রাস্তা একটা আয়না খুঁজে বেরিয়েছি নিজেকে দেখে নেওয়ার জন্য
অনেক রাস্তা অলিগলি ঘুরে কাঠচাঁপার ঘ্রাণ নিয়ে বেরিয়ে যায় পাশ দিয়ে,
জ্বরের ঘোরের মতো তুমি এসে হাত বুলিয়ে দিচ্ছো সমস্ত কৃষ্ণগহ্বরের মতোন কিছু শূণ্যস্থানে,
গলির চারপাশ ঘিরে থাকে মায়েদের ভেবে নেওয়া সব অলৌকিক কল্পকাহিনীর মতো সুরন্গ গিয়ে শেষ হয়েছে সমুদ্রের মাঝখানে, 
যেখানে হাত ধরে নিয়ে যেতে চাই আমাদের আদান প্রদান,
 জলজ প্রাণীর মতো আমরা ছুঁয়ে থাকি পরস্পরকে,
 উজ্জ্বল রোদ প্রাচীন গহ্বরের ধ্বংসস্তূপের শেষ পাথর অব্দি গিয়ে আলোময় করে তোলে,
 পাথুরে গুহার এবড়ো খেবড়ো দেওয়ালে আঁকা কাল্পনিক আলোকছবি নিভে যায়,
পৃথিবী আরেকবার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন,
আমাদের বয়স আরো একদিন বেড়ে যায়,
কাল হয়তো কিছুই রইলো না,
আমরা নেমে যাব জলের তলায়, অনেক গভীরে, যেখানে ধ্বংসের আঁচ পাওয়া যাবে না,
জল ঘিরে জীবাশ্ম জন্মাবে,
আমাদের শরীর জুড়ে ঘনিয়ে আসবে বিরাট নিকষকালো ঢেউ।
Handwritten pages of my journal while researching and studying the primal stage of grief. 
Disenthrall DENIAL
Published:

Owner

Disenthrall DENIAL

Published:

Creative Fields