SR Tabassum's profileYellow Lix's profile

LOGO 02: EQUITY IN LAW

ডিজাইন জগতে প্রবেশের পর থেকে লোগো ডিজাইন আমার মধ্যে কখনও ভালোলাগার অনুভূতি তৈরি করেনি ! কোন কিছু ভালো লাগা বা না লাগার পেছনে হয়ত কারন থাকা জরুরী , কিন্তু আমি আমার ভালো লাগা বা ভালো না লাগার অনেক অনুভূতিরই কারণ জানি না। থাক না কিছু অনুভূতি অকারণে অনুভবে ! 

আমার ছোট বেলার গনিতের খাতার পেইজগুলো ছিল কিছু বর্গ ক্ষেত্রের সমষ্টি ! সেই পেইজগুলো এখনকার বাচ্চাদের পেন্সিলের স্পর্শ পায় কিনা আমার জানা নেই ! 

ছোট বেলার গনিতের খাতা বেশ অপ্রিয় থাকলেও আজকে হঠাৎ আমার স্মৃতিতে ভালোলাগার অনুভূতি নিয়ে হাজির হল ! সময় অনেক জটিল একটা জিনিস ! গনিতের হিসেবের চেয়েও । গনিতের হিসেবে কোনো না কোনো সময়ে সমাধান পাওয়া গেলেও সময়ের হিসেবে সমাধান আদৌও কেউ পেয়েছে কি না আমার জানা নেই! সময়ের পরিবর্তনে জীবনে কত কিছু বদলে যায়!

ছোট বেলার গনিতের খাতার সেই বর্গ illustrator এর ছোঁয়া পেল ! এক বর্গ split into grid এ বেশ কিছু ছোট বর্গে রূপ নিল । নিয়ে নিলাম দুটো বৃত্ত , যে কিনা কেন্দ্র আর পরিধির ব্যবধান সমান রেখে নিজেকে পূর্ণতা দিয়েছে ।

লোগোটাতে আমি S অক্ষরকে প্রাধান্য দিয়েছে । একটু ভালো করে লক্ষ্য করলেই লোগোর দুই shape এর মাঝে S অক্ষর খুঁজে পাওয়া যাবে !

দুটো shape একটা logo ! Shape হলো দুজন লোকের হাতের প্রতিচ্ছবি । নিচের হাতটা দিয়ে company/seller/institute বুঝানো হয়েছে আর উপরের হাতটা হলো তার/তাদের যিনি/যারা ঐ সব company/seller/institute থেকে service নিয়ে থাকে বা নিতে ইচ্ছুক ! একটা হাতের উপর আর একটা হাত এর অর্থ হলো company/seller/institute তাদের client কে ভালো service এর ওয়াদা দিচ্ছে , নিশ্চয়তা দিচ্ছে !

নিচের হাতের রং নীল । নীল মানেই নিরাপত্তা! আর উপরের হাতের রং হলুদ/কমলা যা কিনা প্রবীনতা, চঞ্চলতা , সফলতা এর ধারক । এই লোগো যার identity হবে, তার কাছ থেকে প্রাপ্ত সেবা একজন client এর জন্য নিরাপদ ! Company সর্বদাই ভালো সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ!
LOGO 02: EQUITY IN LAW
Published:

LOGO 02: EQUITY IN LAW

Published: