SR Tabassum 的个人资料Yellow Lix 的个人资料

BENGAL T-SHIRT LOGO

একদিন আমার এক ফ্রেন্ড বললেন তিনি এবং তার বন্ধুরা মিলে একটা গ্রুপ তৈরি করবেন এবং তারা t-shirt ডিজাইন নিয়ে কাজ করবেন । আমিও তাদের সাথে কাজ করার ইচ্ছে পোষন করলাম। গ্রুপের নাম ঠিক করা হলো " Bengal t-shirt "। নাম তো হলো, এখন দরকার একটা লোগো

সবাইকে একটা করে লোগো বানাতে হবে ! লোগো বানানো অনেক কঠিন একটা কাজ আমার জন্য। লোগোর জন্য আমি Bengal এর B এবং t-shirt এর t বেছে নিলাম।

এখন এই দুটি অক্ষরকে অর্থপূর্ণ করতে হবে।  যেহেতু বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা আমাদের গ্রুপের উদ্দেশ্য। তাই আমি লোগোতে আমার প্রিয় বাংলাদেশের​​​​​​​ মানচিত্রকে সংযুক্ত করলাম।  "Bengal" এর B আর মানচিএ মিলে তৈরি হল লোগোর প্রথম অংশ। আর বাংলার বুকে সূর্য মামার অনুপস্থিতি কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। একদমই না, কোনো ভাবেই না। তাই আমার প্রিয় বাংলাদেশের বুক জুড়ে দিয়ে দিলাম এক রক্তিম সূর্য । এ যেন জলন্ত , জীবন্ত এক সূর্য , যে কিনা অগুনিত জীবনের প্রতিক!!!  

T অক্ষরকে বসিয়ে দিলাম তার পাশেই । এ যেন আমার বাংলা আর t-shirt জিজাইনের এক অপূর্ব combination. পুরো লোগোতে জুড়ে দিলাম আমার বাংলাদেশের পতাকার রং।এই লাল সবুজের ছোঁয়া ছাড়া আমার লোগো কিছুতেই পূর্ণতা পাচ্ছিল না।

আর এভাবেই তৈরি হলো নতুন এক লোগো, নতুন এক identity!!!  
এই লোগো দিয়েই আমি আমার Behance এর যাত্রা শুরু করলাম। মজার ব্যাপার হলো লোগোর slogan এখনো নির্ধারণ করা হয়নি। হা হা হা। এক অপরিপূর্ণ লোগোতে আমি আমার Behance কে পূর্নতা দিলাম। কিছু কিছু জিনিস অপূর্ণ থেকে যাওয়াই ভালো, একের অপূর্ণতা অন্য কারো পূর্ণতা। এটাই জীবন , এটাই বাস্তবতা।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!!!  
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি !!! 
আমার বাংলা , আমার দেশ, আমার বাংলাদেশ !!!
BENGAL T-SHIRT LOGO
发布时间: