অ্যানথ্রাক্স বা তড়কা রোগ কিভাবে ছড়ায়

অ্যানথ্রাক্স স্পোর যা কিনা মাটিতে বছরের পর বছর টিকে থাকতে পারে, তা গবাদি প্রাণী ঘাস খাওয়ার সময় খেয়ে ফেলে। এর ফলে জীবাণু খুব দ্রুত প্রাণীদেহে বিস্তার লাভ করে এবং আক্রান্ত হয়। কোন রকম লক্ষণ প্রকাশের পূর্বে প্রাণীর মৃত্যু ঘটে। কিছু মানুষ অসচেতনভাবে সেই প্রাণীকে জবাই করে এবং আক্রান্ত মৃত প্রাণীর মাংস ভক্ষণ বা বিক্রি করে থাকে। অবশেষে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অংশে নানা জটিলতার সৃষ্টি করে থাকে।  

=অ্যানথ্রাক্স স্পোর যা কিনা মাটিতে বছরের পর বছর টিকে থাকতে পারে, গবাদি প্রাণী ঘাস খাওয়ার সময় খেয়ে ফেলে। 
=জীবাণু খুব দ্রুত প্রাণীদেহে বিস্তার লাভ করে। 
=কোন লক্ষন ছাড়াই  প্রাণীর মৃত্যু ঘটে। 
=অসচেতনভাবে আক্রান্ত মৃত প্রাণী জবাই এবং মাংস ভক্ষণ বা বিক্রি করে। 
=অবশেষে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অংশে নানা জটিলতার সৃষ্টি করে থাকে।  
How anthrax spreads
Yayınlama Tarihi:

Sahibi

How anthrax spreads

Yayınlama Tarihi: