প্রিয়া দেখেছি তোমায়
     নীশিত বেলায়,
             অন্ধকার এক আলোয়
সেই দেখা যে হবে আমার আধার ঘরের আলো। 
            প্রিয়া দেখেছি তোমায় 
        প্রথম বেলায়
বসে ছিলে ঘরে একা, সেই থেকে ভেবেছি আমি,
         কোথায় হবে তোমার আমার দেখা। 
প্রিয়া এই দেখাই যে হল আমার প্রেমের সূচনা
         ভালবাসায় ভেধেছি তোমায়, কতটা রচনায়। 
প্রিয়া তুমি কি বুঝতে পারছ, আমার এই কবিতায়,
         সত্যিই আমি প্রেমে পড়েছি, এক মিষ্টি যন্ত্রনায়।
প্রিয়া যখনই আমি নয়ন বন্ধ করি, 
            অনুভব করি শুধু তোমায়, 
নয়ন খোলতেই আরেক যন্ত্রনা, 
            মিস্ করি শুধু তোমায়।
 তখনই কবির মত বলি, আমি নিজেই মনে মনে, 
    “ঘুমাও তুমি ঘুমাও গো চাঁদ, ঘুমাও আমার কোলে, 
ভালবাসার নাউ ভাসাবো, ভালবাসি বলে।” 
        প্রিয়া, আমি জানি তুমিও  
            অনেক ভালোবাসো,
 আমার সারাজীবন বাসবো ভালো, আমি শুধু তোমায়। 
কিন্তু, যদি আমি হারিয়ে ফেলি তোমায়, 
            সারাজীবন ভাসবো আমি এই শোকেরই বন্যায়।

Poetry - Priya
Published:

Owner

Poetry - Priya

Poetry - Priya

Published: